একাত্তর জার্নাল, একাত্তর টিভি ২৩৪০ ঘটিকা ১৪ মে ২০২২
2022-05-14 23:40:00
সৈয়দ আবু নাসের বখতিয়ারঃ
পি কে হালদারের আগের থেকেই পরিকল্পনা ছিল যে টাকাটা বাইরে নিয়ে যাবে। এজন্যই সে প্রথমে এখানে যখন চাকরি করতে আসে আইডিএফসি কম্পানি সেখানে সে জয়েন করে। সেখান থেকে সে মুভ হন এনআরবি গ্লোবাল এর ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে, তারপর সেখান থেকে রিটায়ার্ড করার পরে সে যায় রিলায়েন্স ফাইন্যান্স এবং রিলায়েন্স ফাইন্যান্স থেকে এসে রিটার্ড করে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে। সে বিভিন্ন জায়গায় ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন জায়গায় ভাল ভাল পদে তার আত্মীয় স্বজনকে ঢুকিয়েছেন।
মোঃ খুরশীদ আলম খানঃ
পিকে হালদার কলকাতার যে শহরে থাকতেন যে প্রপার্টি গুলো তিনি ক্রয় করেছেন সেটি কিন্তু নামে-বেনামে কিনেছেন। এইসব সম্পত্তিগুলো সুকুমার রায় যে মাছ ব্যবসায়ী রয়েছেন এগুলো তার মাধ্যমেই করেছেন। হাইকোর্ট থেকে শাহ আলমের বিরুদ্ধে একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দুদক তার বিদেশে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে এবং তিনি দেশ থেকে পালিয়ে যেতে পারিনি। ৩৬টি মালি লন্ডারিংয়ের মামলা পেন্ডিং রয়েছে এবং এর মধ্যে তিনটা মামলায় চার্জশিট রেডি হয়ে গিয়েছে।
ডা. দ্বীপ নাগঃ
গোপালগঞ্জের একটি উপজেলায় দুর্ঘটনা ঘটেছে সকাল সাড়ে ১১ টার দিকে। ধান মাড়াইয়ের ঘটনাকে কেন্দ্র করে এই দুর্ঘটনাটি ঘটে। রাস্তার উপর ধান মাড়াইয়ের মেশিন ছিল তখন একজন পথচারী আরোহী মোটরসাইকেল আসতে ছিলেন তখন তিনি নিয়ন্ত্রণ হারানোর পরে অর্থাৎ মাইক্রোবাসকে বাঁচাতে গিয়ে বাসটি গাছের সঙ্গে দুর্ঘটনাটি ঘটে। এই সড়ক দুর্ঘটনায় আমাদের হাসপাতালে মৃত্যুর সংখ্যা আসে ৮ জন এবং কাগজে-কলমে ১৫ জনের মতো রোগী হাসপাতালে ভর্তি হয়।
কাজী সাইফুন নেওয়াজঃ
জি দুর্ঘটনাটি নিয়ে আমরা কথা বলছি সেটাই হচ্ছে ধান মাড়াই মেশিনের কারণে এই দুর্ঘটনাটি ঘটে। বেশ কিছুদিন আগে যশোরে একটি দুর্ঘটনা ঘটেছে যেখানে রাস্তার উপরে লালশাকে আটি শুকাতে দিয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে সেই লালশাকের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায় যার কারণে বাস এক্সিডেন্ট করে এবং অনেকগুলো ছাত্র এখানে আহত হয় এবং দুজন ছাত্র নিহত হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ছাত্রদেরকে সিএমএইচ এ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়।
ডা. শাহাদত হোসেন চৌধুরীঃ
সরকার এমনভাবে তাকে (বেগম খালেদা জিয়াকে) বন্দী করে রেখেছে, গৃহবন্দী করে রেখেছে। তাকে হয়তো বা সেটাও বলা হয়েছে সাধারণ মানুষের সাথে কথা বলা যাবে না অথবা আসাও যাবেনা।
অ্যাডভোকেট আফজাল হোসেনঃ
বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। বিএনপি একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল হিসেবে তারা বিভিন্ন বক্তব্য তারা দিবেন। বাংলাদেশের নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন অনেকেই অনেক ধরনের বক্তব্য দিয়ে থাকেন। যখন ঘনিয়ে আসবে তখন গলার টোনটা অনেক বেড়ে যাবে এবং বিভিন্ন ধরনের বক্তব্য তারা দিতে থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এখন মাঠ গরম করতে চাচ্ছে এবং নির্বাচনের আগে এই ধরনের পরিস্থিতির কারণে নির্বাচনের উপর একটি প্রভাব বিস্তার হবে।