সংবাদ সম্প্রসারন ডিবিসি নিউজ টিভি ২০০০ ঘটিকা ২৮ জানুয়ারি ২০২২
2022-01-28 20:00:00
মঞ্জুরুল আহসান বুলবুলঃ
করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চূড়ান্ত পর্যায়ে আছে। মৃত্যু ও সংক্রমণের হার বেড়ে যাচ্ছে এটা দেখার পর যদি মানুষ সচেতন না হয় তাহলে এখানে সরকার কি করতে পারে। আমি মনে করি এই পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি ছাড়া আর কোনো পথ নেই। আমি বা আপনি যদি সচেতন না হই তাহলে আমরা এখন তো হবো। এই সংক্রমণের হাত যদি উচ্চ গতিতে হতে থাকে তাহলে আইসো সংকট দেখা দিবে। তাই আমি বলে মনে করি মানুষের সচেতনতার বাইরে আর এখানে কোনো উদ্যোগ নাই। সরকার বলেছে এই পরিস্থিতি মোকাবেলার জন্য সকলের সাহায্য চাই।
সোহরাব হাসানঃ
টিকা নিলে সে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকবে কিংবা সংক্রমিত হলেও সে বিপদজনক অবস্থা এভাবে চলে যাবেন না। ওমিক্রনের যে আঘাত সেটি কম এই কারণে মানুষের মধ্যে একটু ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। বিপদ আমাদের ঘাড়ের উপর না আসা পর্যন্ত আমরা বুঝতে পারি না। সমাজের তরুণদের একত্রিত করে সরকারের উচিত সচেতনতা বৃদ্ধি করা হয়। আমাদের সচেতন হবার যেমন বিকল্প নেই সরকারকেও সেভাবে একটু সক্রিয় হতে হবে যে, মানুষকে বোঝানো। সরকারকে একা সব করতে হবে ব্যাপারটা এমন নয় দেশের বেসরকারি সংস্থাগুলোকেও কাজ করতে হবে। আমরা পূর্বে দেখতাম ব্যাংক জালিয়াতি চক্র আলাদা একটি চক্র কিন্তু কয়েকটি ঘটনা থেকে দেখা যাচ্ছে এর সাথে ভেতরের কিছু লোক যুক্ত থাকে।