একাত্তর সংযোগ একাত্তর টিভি ২০০০ ঘটিকা ২৮ জানুয়ারি ২০২২
2022-01-29 08:59:00
মোহাম্মদ রেজাউল করিম:
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অঙ্গীকার করেছিলেন তিনি বলেছিলেন ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নিচে বয়সী মেয়েদের আমরা বাল্যবিবাহের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনব। আমরা এই ধারাকে সামনে রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপ আমরা নিয়েছি। আমাদের ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন এবং জেলা পর্যায় পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে কাজ করছি কোথাও কোনো বাল্যবিবাহ সন্ধান পেলে আমরা সেখানে গিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি এবং আইনের আওতায় আনছি।
নজরুল ইসলাম চৌধুরী:
কুড়িগ্রামের দুটি উপজেলা কে সম্পূর্ণ বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।আমাদের এই ঘোষণার মাধ্যমে বাল্যবিবাহ প্রক্রিয়াটি আরো জোরদার হবে। আমাদের কাজ গুলো যখন প্রতিটি উপজেলায় ছড়িয়ে পড়বে তখন সম্পূর্ণ কুড়িগ্রাম থেকেই বাল্যবিবাহ দূর হয়ে যাবে এবং আমরা যখন যেখানে বাল্যবিবাহের সন্ধান পাচ্ছি সেখানেই ছুটে যাচ্ছি।করোনা শুরু হওয়ার আগে থেকেই আমাদের এখানে অনেক বাল্য বিবাহ হয়েছিল এবং করোনার ভিতরে অনেক বেশি বিবাহ হয়েছে আমরা চাচ্ছি আমাদের এই কুড়িগ্রামে আর যাতে কোনো বাল্যবিবাহ না হয় সেই ভাবে কাজ করতে।
মো. রুহুল আমিন:
বাংলাদেশের সবাই এখন অবগত যে বাংলাদেশ সরকার ৯৯৯ একটি জরুরী সেবা চালু করেছে।বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে ট্রিপল ৯৯৯ করা যায়।যেকোনো ধরনের সামাজিক এবং ফৌজদারি অপরাধ হোক না কেন এই ত্রিপল নাই ফোন করার সাথে সাথে পুলিশ প্রশাসন সেখানে চলে যায়। কুড়িগ্রামে যেখানে কোনো অন্যায় সংঘটিত হোক না কেন আমরা সেখানে সাথে সাথে চলে যায় এবং বাল্য বিবাহের ক্ষেত্রে আমরা যদি কোথাও থেকে ফোন পাই তাহলে আমরা তাকে বেশি গুরুত্ব দিয়ে সেখানে যাই । দু একটি ঘটনা ঘটতে পারে চরাঞ্চলে এবং তারা আমাদেরকে জানে না তখন একটি বিবাহ হতে পারে। কিন্তু আমাদের জানামতে কোন এরকম বিবাহ আমরা হতে দেই না।
উত্তম কুমার রায়:
আমরা যদি গোপন সংবাদের ভিত্তিতে কোথাও খবর পাই যে এখানে বাল্যবিবাহ আছে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই।যত অজ পাড়াগাঁয়ে হোক না কেন একটা গ্রামের সবাই জানে যে বাল্যবিবাহ একটা অপরাধ সুতরাং দেখা গেছে কোথায় কোন বাল্য বিবাহ লে তার পরিবারে এটা না জানালেও আশেপাশের লোকজন কিন্তু প্রশাসনকে জানায় তখন আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেই।