একাত্তর জার্নাল একাত্তর টিভি ২৩৪০ ঘটিকা ২৬ জানুয়ারি ২০২২
2022-01-26 23:40:00
অধ্যাপক ড. জাফর ইকবালঃ
শিক্ষার্থীদের মূলত প্রধান দাবি হচ্ছে দাদা ভিসির পদত্যাগ চায় এবং তারপরে আরো অন্যান্য দাবি আছে। প্রধান যে দাবিগুলো পূরণ করা কঠিন। কারণ তাকে যদি প্রত্যাহার করতে হয় সেটা মাননীয় চ্যান্সেলরই পারে। আমাকে যত উপর মহল থেকে নিশ্চয়তা দেয়া হয়েছে যে ছাত্র-ছাত্রীদের দাবি এগুলোই যথেষ্ট যৌক্তিক দাবি সেই দাবিগুলো মেনে নেয়া হবে সেজন্য আমি বলেছি। যখন দেখেছি আমার ছেলে মেয়েরা সাত দিন যাবত না খেয়ে আছে তখন আমি যেতাম কিন্তু যেহেতু এর আগে উপর মহলের সাথে যোগাযোগ হয়েছে তারাও আমাকে অনুরোধ করেছেন।
ডা. দিপু মনিঃ
আমি মনে করি সবকিছুর একটা উপযুক্ত সময় থাকে। আমরা যদি এর আগে শিক্ষার্থীদের কাছে যেতাম তাহলে এর ফলাফল এরকম হতো কিনা সেটা বলতে পারিনা কিন্তু আমার কাছে মনে হয় আজকে জাফর ভাই নিজে গিয়েছেন এবং আজকে তাদের অনশন ভেঙেছেন এটা ঠিক সময়ে ঠিক কাজ হয়েছে। ছাত্রীদের এই সংকট সমাধানের জন্য প্রথম থেকে আমরা বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছি। জাফর ইকবাল ও ইয়াসমিন আপাকে সঙ্গে আমরা অনেকক্ষণ আলাপ করেছি। এই সংকট শেষ করার জন্য সামনে দাঁড়ালে থেকে যারাই কাজ করেছেন তাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
শমসের মবিন চৌধুরীঃ
লবিস্ট নিয়োগ দেয়া একটি নতুন কোন বিষয় নয়। এখানে বিষয়টা হচ্ছে লবিকে করছে এবং কি কারণে করছে। যদি দেশ বা বৃহত্তর সমাজের সাথে এটি করা তাহলে এটা খুবই ভালো জিনিস। দেশের স্বার্থের জন্য এরকম অনেক সুপারিশ করা হয়ে থাকে। বাংলাদেশের পণ্য যাতে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারে এবং সেই প্রবেশ করানোর জন্য বিজিএমইএ লবিস্ট নিয়োগ করেছিল।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনঃ
আমরা বলতে চাচ্ছি যে, এই সরকার অবৈধ সরকার, অনির্বাচিত সরকার। আমাদের সংবিধান আছে, সংবিধানে নির্বাচিত সংসদ হতে হবে এবং বাংলাদেশে ভোটাধিকার নাই মানুষের। পার্লামেন্ট মেম্বারের মধ্যে ১৫৩ জন অনির্বাচিত, সেখানে মন্ত্রীরাও অনির্বাচিত, প্রধানমন্ত্রীও অনির্বাচিত, বিভিন্ন নেতাও অনির্বাচিত, স্পিকারও অনির্বাচিত এই হলো পার্লামেন্ট।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াঃ
১০ই জানুয়ারি যখন একটি আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়া হয় তখন বিএনপি-শিবিরের একটা উল্লাস আমরা দেখলাম। আমাদের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী সংসদে প্রমান সহ যে বক্তব্য দিয়েছেন তাতে বোঝা যায় যে সাম্প্রতিক সময়ে মার্কিনদের সিদ্ধান্ত নিয়ে সেখানে বিএনপি'র সরাসরি যোগ সাজেশ রয়েছে। লবিস্ট বিষয়ে সরকার যেটা করে সেটা ইতিবাচক কাজ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কখনো লবিস্ট ফান্ড ইনভেস্ট করে নাই দলীয়ভাবে।