নিউজ আওয়ার এক্সট্রা,এটিএন নিউজ ২১৩০ ঘটিকা ২৬ জানুয়ারি ২০২২
2022-01-26 21:30:00
মেহেনাজ মৌমিতাঃ
শিক্ষামন্ত্রীর সাথে আজকে আমাদের কথা হয়েছে এবং যখন জাফর ইকবাল স্যার আমাদের ক্যাম্পাসে অবস্থানরত ছিল তখন কয়েকজন শিক্ষার্থীর সাথে শিক্ষামন্ত্রী কথা বলেছেন। আমরা তার প্রেস ব্রিফিংয়ে জানতে পেরেছি যে তিনি আগামীকাল অথবা পরশু দিন তিনি সিলেটে আসবেন এবং তিনি আমাদের সাথে এসে সরাসরি কথা বলবেন। মাননীয় শিক্ষামন্ত্রী যখন আসবেন তখন আমরা তার সাথে কথা বলে একটি সিদ্ধান্তে আসবো এবং সিদ্ধান্তের মাধ্যমে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেই বিষয়টি আলোচনা করা হবে।
অধ্যাপক ড. তুলসী কুমার দাসঃ
প্রফেসর জাফর ইকবাল এবং প্রফেসর ইয়াসমিন যেটা এখন ছাত্র-ছাত্রীদের অনশন ভঙ্গ করতে সক্ষম হয়েছে সেটা আমরা করতে পারিনি। এটা সত্যিই এবং এটা আমার বলতে দ্বিধা নেই যে আমরা কয়েক দফা আলোচনার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলি শিক্ষকরা তাদের আস্থা অর্জন করতে পারিনি এবং এই আজ তার অভাবটা আমরা চেয়েছিলাম যে ধীরে ধীরে কমিয়ে আনতে কিন্তু আমরা সেটা ব্যর্থ হয়েছি।
অধ্যাপক ড. জিয়া রহমানঃ
ছাত্র-ছাত্রীদের ও শিক্ষকদের মধ্যে যে সম্পর্ক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে আস্থাহীনতার অভাব রয়েছে, সেটি আসলে সত্য নয়। তাদের সাথে ছাত্র-ছাত্রীদের যে সম্পর্কটা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে যাচ্ছে সেটি তিনি জাতির কাছে স্বীকার করেছে এবং এটা আসলে তার জন্য একটি ভালো দিক। আমি যখন প্রথম দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় ছিলাম তখন সেখানে ৬০ জন শিক্ষক ছিলেন এবং সেই সময় আমাদের শিক্ষকদের সঙ্গে ছাত্র-ছাত্রীদের সম্পর্কটা ছিল একেবারে বন্ধুত্বপূর্ণ।
ইকবাল সিদ্দিকীঃ
কার সিদ্ধান্ত বা কিভাবে পুলিশ ছাত্র-ছাত্রীদের ওপর এই হামলা করল সেই বিষয়টি আসলে খতিয়ে দেখা উচিত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর তিনি কিন্তু দ্বিতীয়বারের মতো ভাইস-চ্যান্সেলর হয়েছেন। তিনি কিন্তু হুট করে এই পদে আসেননি, তিনি কিন্তু কয়েক বছর ধরে এখানে কর্মরত থাকার পরে এই পদে এসেছেন। শিক্ষক সমিতির প্রথমে ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করেছে এবং ছাত্র-ছাত্রীরা যখন অনশনে গেল তখন শিক্ষক সমিতির ব্যর্থতা প্রকাশ পেয়েছে।
অধ্যাপক আবদুল মান্নানঃ
আমি ধন্যবাদ জানাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সকল ছাত্র-ছাত্রীকে তারা খুব শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং তারা ক্যাম্পাসে কোনো ধরনের অরাজকতা করেনি। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ক্যাম্পাসে একটি গ্লাসও ভাঙ্গা হয়নি বা কোনো ধরনের মারামারি বা আন্দোলনটি খারাপ পর্যায়ে যায়নি। ছাত্র-ছাত্রীরা খুব ধৈর্যের সাথে তাদের আন্দোলন সফলভাবে চালিয়ে গিয়েছে এবং এজন্য আমি ছাত্র-ছাত্রীদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাই প্রফেসর জাফর ইকবাল স্যারকে, কারণ তার কারণে আজকে ছাত্র-ছাত্রীরা তাদের অনশন তুলে নিয়েছে।