সংবাদ সম্প্রসারণ ডিবিসি নিউজ ২০০০ ঘটিকা ২৬ জানুয়ারি ২০২২
2022-01-26 20:00:00
গোলাম মোর্তোজাঃ
যখন ওয়াশিংটনভিত্তিক কোনো প্রতিষ্ঠান একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে যে, বাংলাদেশ থেকে প্রতিবছর প্লাস মাইনাস ৭০ হাজার কোটি টাকার বেশি পাচার হয়ে যায় কিন্তু আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ধরনের বিষয়গুলোকে শুধু অস্বীকার করতে দেখি। সেই বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে আমরা তদন্ত করতে দেখি না। আমাদের যে সমস্ত সূচক বিভিন্ন সময় আসে এবং সরকারি পর্যায়ে থেকে যখন যারা ক্ষমতায় থাকে তারা সেই সূচকগুলোকে উড়িয়ে দেয়। এখন আমাদের অবস্থা হয়েছে যেকোনো সূচক আসলে আমরা সারা পৃথিবীর কথা বাদ দিয়ে আমরা দক্ষিণ এশিয়ায় একটি দেশের উপরে থাকি বা নিচেই থাকি। সেটি হচ্ছে, সেই দেশটির নাম আফগানিস্তান। এছাড়া আমাদের ধরেন জ্ঞান-বুদ্ধি বলেন, অর্থপাচার বলেন বা অন্য কোনো যেকোনো কিছুকে বলেন আমরা নেপাল-পাকিস্তানেরও নিচেই থাকি। শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন আমরা সব কিছুতে নেপাল-পাকিস্তানেরও নিচেই থাকি। আমাদের এই প্রশাসনকে আমি দেখাতে পারবো না যে তারা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লাভজনকভাবে, সুন্দরভাবে জনগণের পক্ষে পরিচালনা করে। অথচ সেখানে প্রতি বছর রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা সেখানে ব্যয় হয়, সেখানে খরচ হয়। তো সুতরাং এই যে আমাদের অদক্ষ প্রশাসন, এই যে আমাদের দুর্নীতিগ্রস্ত প্রশাসন, এই যে আমাদের এত অগোছালো প্রশাসন সুতরাং আপনি সেই প্রশাসনকে যদি সর্বোচ্চ ক্ষমতা দেন, সেই প্রশাসনকে যদি আপনি নীতিনির্ধারক পর্যায়ে অ্যাবসুলেট পাওয়ার দেন তাহলে তাদের কাছ থেকে আপনি খুব বেশি কিছু আশা করতে পারেন না। প্রশাসনকে যদি জবাবদিহিতার আওতায় আনা হয় কিন্তু বাংলাদেশের বাস্তবতা হয়ে গেছে উল্টো। প্রশাসন এখন রাজনীতিবিদদের জবাবদিহিতা করে, রাজনীতিবিদরা প্রশাসনের জবাবদিহিতা করতে পারে না। তার কারণ হচ্ছে বর্তমান পদ্ধতির সরকার ব্যবস্থা।
শ্যামল দত্তঃ
বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে অনেক উন্নতি হয়েছে। একই সাথে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মানুষকে প্রবল সংকটের মুখে পড়তে হয়। এটি না হলে বাংলাদেশের অগ্রগতি আরো অনেক বেশি হতো। বাংলাদেশে অনেক পরিশ্রমী মানুষ আছে, কৃষক আছে। বাংলাদেশ কৃষি ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। এক্ষেত্রে অর্থনীতি অনেক এগিয়ে গেছে। বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করার জন্য সহায়ক পরিবেশ তৈরি করা দরকার। ড. জাফর ইকবাল মাঝরাতে গিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের যে আমরণ অনশন ভাঙ্গালেন এটা অবশ্যই প্রশংসনীয়। এই আলোচনায় শিক্ষামন্ত্রীর বক্তব্যের সাথে আমি একমত।উপাচার্যসহ অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে তদন্ত করা দরকার। সেখানে যদি উপাচার্য দায়ী থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর যদি অন্য কেউ দায়ী থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।