মুক্তবাক, চ্যানেল ২৪ ২৩৩০ ঘটিকা ২৫ জানুয়ারি ২০২২
2022-01-25 23:30:00
অ্যাডভোকেট আফজাল হোসেন:
আমাদের শিক্ষা মন্ত্রী চেষ্টা করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আন্দোলনে ঘটনাগুলো ঘটেছে তার একটা সমাধান করা। আমরা কখনও ভাবিনি' আন্দোলনটা এই পর্যায়ে চলে যাবে একটা ভিসির বাসভবনে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া আবার সেটা পুনরায় স্থাপন করা। ভিসির বাসায় খাবার দিতে বাধা দেয়া সামগ্রিক বিষয় গুলো মিলে খুব একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স:
আজকে করোনা যে রকম বাড়ছে সেটাও ঠিক আছে। সরকার বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে বিধি-নিষেধটা শুধুমাত্র রাজনৈতিক কর্মকান্ডের উপরই মানে এটা আরোপ করা হয়েছে।রাজনৈতিক দলের সভা-সমাবেশ বা আন্দোলন উপরে তারা কিন্তু এটা আরোপ করেছে।কিন্তু এছাড়া অন্যান্য যে, বিষয়গুলো রয়েছে যেমন ধরেন বানিজ্য মেলা বানিজ্য মেলার মত চলছে। সেখানে উপচে পড়া ভিড়, সেখানে আপনার কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সেটা দেখার কেউ নাই কিংবা যে নির্বাচনগুলি হচ্ছে সেখানে আপনার কোনো আচরণ বিধি তো হচ্ছেই না, স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না এবং সেখানে করোনা সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি সেখানেও কিন্তু আপনার অবাধে সেই নির্বাচন চলছে। এই আওয়ামী লীগ আজকে তারা যে গণতন্ত্র হত্যা করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং একটা দেশে অনৈতিক শাসন চালাচ্ছে। সেই অনৈতিক শাসনকে দীর্ঘায়িত করার জন্য এই পদে পদে মানবাধিকার লংঘন করেছে ।
ডা. জাহেদ উর রহমান:
কিছুদিন আগে মায়ের ডাক নামে একটা প্রতিষ্ঠান আমাদের দেশে যারা গুম বা এনফোর্সড disappearance' শিকার হয়েছেন তাদের পরিবারের সংগঠন মায়ের ডাক নামে হয়। ১৫ জানুয়ারি তাদের একটা প্রোগ্রাম ছিল প্রেসক্লাবে আমি প্রোগ্রামটা ছিলাম। তার আগে দিন মিডিয়াতে তারা একটা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছেন যে, পুলিশ এসে তাদেরকে চাপ দিচ্ছে তাদের কেউ গুম হয়নি বা কেউ তুলে নিয়ে গেছে তারা দেখেনি। এরকম স্টেটমেন্ট দেয়ার জন্য। এমনকি লিখিয়ে এনে সেখানে সাইন করতে বলছেন। খেয়াল করুন কারণটা কি? কারণটা রিসেন্ট একটা স্যাংশন হয়েছে আমেরিকার এবং জাতিসংঘ চাপ দিচ্ছে ৩৪ জনেরে একটা স্পেসিফিক লিস্ট দিয়ে তাদের সম্পর্কে আমাকে জানাও। হতে পারত কি আপনি এবার একটু জেনুইনলি করেন দু-একটা স্বীকার করেন তারপর আসলে আপনি চেষ্টা করবেন এটাকে কি করা যায় ইত্যাদি ইত্যাদি তাই তো কিন্তু আপনি না এখন বল প্রয়োগ করা শিখে গেছে আপনার বলপ্রয়োগি আপনার সবকিছু। এই সরকারকে ক্ষমতায় রাখার প্রধান ও অস্ত্রের মধ্যে রয়েছে এনফর্সড disappearance' গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। কিছুদিন আগে ডেইলি স্টার একটা রিপোর্টে ডিটেইলস দেখিয়েছে এর শিকার হওয়াদের মধ্যে বিরাট একটা অংশ হচ্ছে বিরোধী দল বিশেষ করে বিএনপির মানুষজন।