গণতন্ত্রের সংলাপ, আরটিভি ২৩৩০ ঘটিকা ২৫ জানুয়ারি ২০২২
2022-01-25 23:30:00
মিশা সওদাগরঃ
শিল্পী সমিতির সাথে চলচ্চিত্রের সুদিন ফেরার কি সম্পর্ক আমি বুঝতে পারছি না এবং এটা আমার কাছে সম্পূর্ণই তাৎপর্য বিহীন মনে হচ্ছে। শিল্পী সমিতি ৪০০ জনের একটা সমিতি, ওইখানে ৪০০ লোক যাকে মনে করবে তাকে লিডারশিপ দেবে এবং যাকে মনে করবে তাদের প্রতিনিধিত্ব তার হাতে দেবে। এখানে চলচ্চিত্রের সুদিনের সাথে শিল্পী সমিতির কোনো সম্পর্ক কখনো ছিল না। এটা একটা সমিতি, শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা এবং এটা একটা অরাজনৈতিক সংগঠন।
ইলিয়াস কাঞ্চনঃ
শিল্পী সমিতির কাজ হচ্ছে শুধুমাত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা। হ্যাঁ কিন্তু স্বার্থটা কি রকম সেইটা কিন্তু আগে বুঝতে হবে। স্বার্থটা কিন্তু সমন্বয়ের স্বার্থ। যেইখানে শিল্পীরা বেশি কাজ করতে পারবে, ইন্ডাস্ট্রি টিকে থাকবে এবং একটা চলচ্চিত্র কিন্তু সমন্বিত কাজের একটা ফসল। কাউকে বাদ দিয়ে কিন্তু কখনও চলচ্চিত্র নির্মাণ করা কখনোই সম্ভব নয়।
মোহাম্মদ হোসেন জেমীঃ
টিম ওয়ার্ক শুধুমাত্র চলচ্চিত্র কেন, টিম ওয়ার্ক যেকোনো বড় কাজের পিছনে সবচেয়ে বড় শক্তি। চলচ্চিত্র অবশ্যই একটা টিম ওয়ার্ক এবং টিম ওয়ার্কের মাধ্যমে একটি চলচ্চিত্র নির্মাণ হয়। সেখানে শিল্পীদের ভূমিকা যেমন মুখ্য, পাশাপাশি ক্যামেরার পিছনে প্রযোজক-পরিচালক থেকে শুরু করে অন্যান্য যে যেই বিভাগে কাজ করে সভার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমার মনে হয় শুধুমাত্র শিল্পী সমিতির নির্বাচনে হওয়ার মাধ্যমেই যে চলচ্চিত্রের উন্নয়ন ঘটবে বাসু দিন আসবে এটা ভাবা ঠিক না।
পীরজাদা হারুনঃ
আপনারা জানেন যে শিল্পীরা হয় অনেকটা পানির মতো, এটাকে দু'ভাগ করা যায় না। হয়তো সাময়িক ভাবে দু'ভাগ হয় কিন্তু ইলেকশনের পর আবার এক হয়ে যায়। আমি গত ৪টি নির্বাচনে নির্বাচন কমিশনের ছিলাম এবং এবার আমি প্রধান নির্বাচন কমিশনার হয়েছি। আজকে রাত গেলে আর মাত্র ২ দিন নির্বাচনের বাকি রয়েছে, এ পর্যন্ত দুটি প্যানেলের কাছ থেকে আমি সুন্দর ব্যবহার পেয়েছি, সুন্দর সাজেশন পেয়েছি, সুন্দর সহযোগিতা পেয়েছি।