নিউজ এন্ড ভিউজ বাংলাভিশন ০০০১ ঘটিকা ২৪ জানুয়ারি ২০২২
2022-01-23 01:00:00
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীঃ
নির্বাচন কমিশন আইন নতুন কোনো সংকট বাড়াবে না বরং যেকোনো পরিস্থিতিতে একটি আইন আছে এটাকে আমি খারাপ বলব না। নির্বাচন কমিশন সংক্রান্ত আইন হবে তাদের সব থেকে বড় স্টেকহোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। বিএনপি নির্বাচন প্রত্যাখ্যানের দিকে হাঁটছে। আমেরিকা আমাদের যে কোন কোন ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এটা জাতিগতভাবে আমাদের জন্য দুঃখজনক, তার থেকে বড় দুঃখজনক হচ্ছে আমরা জাতিগতভাবে এক হয়ে এটা ফেইস করতে পারলাম না। পৃথিবীর যেসব দেশে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে সেসব দেশে সরকার ও জনগণ ছিল। ছাত্ররা অনেকদিন যাবত অনশন করছে এখন সরকারের উচিত দাবি মেনে নিয়ে তাদের অনশন ভাঙানো।
জোনায়েদ সাকিঃ
এমন একটা সংকটের জন্ম দিয়েছেন (ক্ষমতাসীন সরকার) যে পুরো রাষ্ট্রযন্ত্রকে পকেটের মধ্যে ঢুকিয়ে দমন-পীড়ন, গুম-খুন, ক্রসফায়ার চালিয়ে এবং বিশ্বের কাছে বাংলাদেশের মাথা হেঁট করা পরিস্থিতি তৈরি করে তারা আজকে ক্ষমতা চালিয়ে রাখছেন এবং ভাবছেন এভাবেই বোধহয় চলবে, এভাবে চলবে না । এখন বর্তমান যে পার্লামেন্ট আছে এটা জনসম্মতির ভিত্তিতে এই পার্লামেন্ট নাই, এই পার্লামেন্ট কোন যথার্থ নির্বাচনের উপরে দাঁড়িয় নাই, এই পার্লামেন্ট একটা রাতের ভোটের নির্বাচনে, রাতে ডাকাতির নির্বাচনে এই পার্লামেন্ট আছে। কাজেই এই পার্লামেন্টের কোন নৈতিক বৈধতাই নাই। এই আইন করতে পারেন তারা কিন্তু এই সমস্ত আইন জনগণের কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। কাজেই এখানে এই ধরনের আইন করার অর্থ হচ্ছে সরকার যা করছে তাকে আইনের মোড়ক দেওয়া
যেহেতু এটা পুরোপুরি ছাত্রদের আন্দোলন মানে বাইরের ইন্ধন থাকলে আর অন্য রাজনৈতিক উদ্দেশ্য ইভেন ছাত্রদেরও থাকলে এটা সরকার কত আগে বের করে এটার কালিমা লেপন করে, হেলমেট বাহিনী দিয়ে, গুন্ডা দিয়ে উঠিয়ে দেয়ার ব্যবস্থা করতেন সেটা আমরা মোটামুটি অভিজ্ঞতা থেকে জানি ।