রাজকাহন ডিবিসি নিউজ ২২০০ ঘটিকা ২৩ জানুয়ারি ২০২২
2022-01-23 22:00:00
ড. এ কে আব্দুল মোমেনঃ
আমরা খুব ভাগ্যবান জাতি যে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেয়েছি এবং তার দ্বারা বাংলাদেশকে স্বাধীন করেছি। তিনি শুধু আমাদেরকে শুধুমাত্র একটি দেশ উপহার দেননি তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়ে গেছেন। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে ১২৬টি দেশের স্বীকৃতি অর্জন করে দিয়ে গেছেন। বড় বড় প্রতিষ্ঠানগুলোর থেকে তিনি এ স্বীকৃতি অর্জন করেছেন। বর্তমানে আমাদের প্রবৃদ্ধির হার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ৬৭ ডলার দিয়ে আমাদের মাথাপিছু আয় শুরু করেছিলাম, এখন আমরা ২,৬৫৪ মার্কিন ডলার। আমরা গরিব দেশ হিসেবে পরিচিত ছিলাম বিশ্বদরবারে কিন্তু এখন আমরা গরিবের দেশ না। এখন আমরা উজ্জ্বল সম্ভাবনার একটি দেশ। এ সবকিছুই সম্ভব হচ্ছে আমাদের দূরদর্শী ও পরিশ্রমী নেতার কারণে। তিনি আর কেউ নন, তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশ ও নেত্রী শেখ হাসিনা। বর্তমানে আমরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার বড় পদের বিতরণ করছি। এ নেতৃত্ব বাংলাদেশের সকলকে গর্বিত করার কথা। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রত্যেকটি জন্য একটি আলাদা করে তদন্ত কমিটি গঠন করা হয় এবং এতে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে অবশ্যই বিচারের আওতায় আনা হয়, RAB- এর ক্ষেত্রেও একই কাজ করা হয়েছে। আমাদের দেশে প্রাতিষ্ঠানিক সংগঠনগুলোকে আমরাই যদি বিতর্কের মধ্যে ফেলে তাহলে বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে। আমেরিকা নিজেই প্রশ্ন উত্থাপন করে আবার নিজেই বলেছে যে RAB একটি ভাল প্রতিষ্ঠান, তো আমরা আশা করব তারা তাদের নেতিবাচক বক্তব্য উঠিয়ে দেবেন।