টেবিল টক এশিয়ান টিভি ১৮৩০ ঘটিকা ২৩ জানুয়ারি ২০২২
2022-01-23 18:30:00
অধ্যাপক ডা. নাজমুল আহসান কলিমউল্লাহঃ
মহামান্য রাষ্ট্রপতির নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ সেটি সমাপ্ত হয়েছে। এ সংলাপে যারা অংশগ্রহণ করেছেন তারাই কম বেশি এই যে আইন প্রণয়ন করা দরকার সেই ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতিকে তাগিদ প্রদান করেছেন। যারা এই সংলাপে অংশগ্রহণ করেননি তারাও কিন্তু এই আইন প্রণয়নের গুরুত্ব সব সময় তুলে ধরেছেন। তাছাড়া সিভিল সোসাইটির পক্ষ থেকেও দীর্ঘদিনের একটি দাবি ছিল। এমনকি হুদা কমিশন, তারা কিন্তু একটা খসড়া আমাদের জাতির সামনে উপস্থাপনও করেছিলেন। সব মিলিয়ে যৌক্তিক যে ভিত্তি সেটি ইতিমধ্যেই বিদ্যমান রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। নির্বাচন কমিশনের যে পাঁচটি পদ সেটি একদিনের জন্যও খালি রাখা যাবে না। সুতরাং কোনো না কোনো ফর্মুলায়, কোনো না কোনো মেকানিজমে বিষয়গুলো নিরসন হওয়া দরকার।
হাবিবুর রহমান হাবিবঃ
এমন একটি আইন (আওয়ামী লীগ সরকার) করতে যাচ্ছে যে আইন দ্বারা সার্চ কমিটি যেটা গঠন হবে সেটি ১০০ পার্সেন্টের মধ্যে ১০০ পার্সেন্ট একেবারে সরকারের পক্ষের অনুগত লোকদের দ্বারাই সার্চ কমিটি গঠন হবে বর্তমান যে সংসদ, যে সংসদ থেকে বিলটা পাস হবে এই সংসদে যারা নির্বাচিত আছেন, বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো এই সংসদে যারা নির্বাচিত জনগণের ভোটের দ্বারা নির্বাচিত?ইভিএম, যেটা (বাংলাদেশ) কিনেছে ভারতের চেয়ে কয়েকগুণ মানে ৫/৭ গুণ বেশি দামে কিনেছে। এটা একটা অন্যায় করেছে, মহাপাপ করেছে বাংলাদেশের ভোট কেন্দ্রের ভিতর তো, আপনার বুথের ভিতরে তো বিরোধীদল থাকতে পারেনা ।
নাজমা আক্তারঃ
সংবিধানের ১১৮ এর (১) অনুচ্ছেদে একটা বিধান আছে যে, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন। এটা হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রপতির এখতিয়ার। কিন্তু আমাদের স্বাধীনতার ৫০ বছরে যে আইন হওয়ার কথা ছিল সে আইনটি হয়নি। নির্বাচনের এখন মাত্র দুই বছর বাকি আছে। আমরা সব আলোচনায় দেখছি বিরোধী দল, সরকারি দল কিংবা সিভিল সোসাইটির সবাই কিন্তু নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করছে। এর কারণ হচ্ছে ১৪ই ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনার বিদায় হবেন। এর পরবর্তীতে ১৫ই ফেব্রুয়ারি থেকে নতুন একটি নির্বাচন কমিশন নিয়োগ করতে হবে এবং সেটা মহামান্য রাষ্ট্রপতি করবেন। নির্বাচন কমিশন হচ্ছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের গঠন প্রক্রিয়া যেটা সংবিধানে বর্ণনা আছে সেভাবেই হবে।