সংবাদ সম্প্রসারণ ডিবিসি নিউজ ২০০০ ঘটিকা ২২ জানুয়ারি ২০২২
2022-01-22 20:00:00
অধ্যাপক ড. গোলাম রহমানঃ
ছোট একটি বিষয়কে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা ধীরে ধীরে বড় হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়।এ ঘটনাটি এতদূর পর্যন্ত আসাটা উচিত হয়নি। মেয়েদের ফলে যে সমস্যা আছে এটি প্রভোস্ট সমাধান করতে পারতেন। তিনি এটি সমাধান না করতে পারার ফলেই পুরো বিশ্ববিদ্যালয়ে সমস্যাটি ছড়িয়ে পড়ে এবং এটি ধীরে ধীরে একটি জাতীয় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। একজন শিক্ষক তার শিক্ষকতা পেশা ভুলে গিয়ে প্রশাসকের দায়িত্ব পালন করলে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়। আমি আশা করব অবিলম্বে শিক্ষার্থীদের নৈতিক দাবি মেনে নিয়ে এ সমস্যার দ্রুত সমাধান করা হবে। সার্চ কমিটি বা যাদেরকে নির্বাচিত করে নির্বাচন কমিশন গঠন হচ্ছে তাদের ব্যবস্থাপনার, ঙতাদের দক্ষতা এবং তাদের যোগ্যতা এই হচ্ছে সব থেকে বড় জিনিস। শুধুমাত্র আইন করলেই সবকিছু যে ঠিক মতন হবে সেটা না।
মোফাজ্জল করিমঃ
একটি ছোট ঘটনা যেটা হল এর মধ্যে সমাধান করা যেত সেই ঘটনাটিকে বাড়তে দেয়া হয়েছে। সবচাইতে দুঃখজনক হচ্ছে শিক্ষার্থীদের অপনেন্ট মনে করার বিষয়টা খুবই দুঃখজনক। শিক্ষকের কাজ যে শুধু শিক্ষা প্রদান করা তা কিন্তু না, তারা শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে কাজ করে। সেই অভিভাবক কর্তব্য তার চেয়ে সন্তান তুলল শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের সমস্যা সমাধান করা। শিক্ষকরা যদি মনে করে তারা প্রশাসনের দায়িত্ব পালন করছে সেটা হবে না, তাদের পরিবারের দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন নিয়ে যে আইন সেটা ৫০ বছর ধরে ঝুলে যাচ্ছে। এই আইনটি বহু আগেই করা উচিত ছিল।