উপসংহার ,ডিবিসিনিউজ ২২০০ ঘটিকা ২১ জানুয়ারি ২০২২
2022-01-21 22:00:00
বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচঃ
যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী মেয়ে ও শিশুদের উপর এভাবে নির্যাতন করতে শুরু করলো সেটা অকল্পনীয় ছিল। তখন আমি মনে করলাম তারা আমাকেও মেরে ফেলবে কিন্তু আমি সাথে আরও কয়েকজন পাকিস্তানি হানাদার বাহিনীকে নিয়ে মরব না একা মরব এটা হয় না। তখন আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার জন্য মুক্তিযোদ্ধাদের খুঁজতে শুরু করি। ৭ই মার্চ মানুষে থইথই করছিল এবং তার পরে বঙ্গবন্ধু এলেন, বক্তৃতা দিলেন এবং আমি মঞ্চের খুব কাছ থেকে সেটা দেখেছি। কাদা মাটিতে হাঁটার ফলে আমার একটি পা বিকল হয়ে পড়ে এবং তখন আমাকে দমদম ক্যান্টনমেন্টে পাঠিয়ে দিল। সেখানে ট্রিটমেন্ট নেওয়ার কিছুদিন পরে বলে আমার আরো সময় লাগবে, তখন আমি ভাবলাম কোথায় গেলে অবদান রাখতে পারি। তখন আমি বাহাদুর ক্যাম্পে একটি ক্যাম্পে স্কুল ছিল সেখানে আমি পড়াতে যাই।