নিউজ আওয়ার এক্সট্রা নিউজ ২৪ টিভি ২১৩০ ঘটিকা ২০ জানুয়ারি ২০২২
2022-01-20 21:30:00
আসজাদুল কিবরিয়াঃ
আমার লেখক জীবনে প্রথমে টিংকু দার সঙ্গে আমার লেখক হিসেবে খুব একটা সখ্যতা গড়ে উঠেছিল। এবং এই টিংকু দার সুবাদেই কাজীদার কাছে আমার যাওয়া আসা হয়েছিল পরিচয় হয়েছিল। একজন লেখক হিসেবে আমি বলতে চাই তিনি নতুনের প্রেমী ছিলেন। নতুনকে প্রবীনদের কিভাবে শিক্ষা দিতে হবে কোন পথ দেখাতে হবে সেটা তুমি খুব ভালোই বুঝতে পারতেন। বিচিত্রা নামের একটি কভার স্টরি তার পত্রিকা প্রকাশ হতো যেখানে তিনি একবার বলেছিলেন যে আমি যা হতে পারিনি তাই মাসুদ রানা। এ কথার মধ্য দিয়ে বোঝা যায় যে তিনি দেশকে কত ভালোবাসতেন। মাসুদ রানার চরিত্র এমন একটি চরিত্র যে চরিত্রকে সবাই পছন্দ করে সর্বস্তরের মানুষ। এই মাসুদ রানা চরিত্রটি তার সৃষ্টির একটি অনবদ্য নিদর্শন।
কাজী রওনাক হোসেনঃ
কাজী আনোয়ার হোসেনের আত্মজীবনীমূলক যে লেখাগুলো আছে সেখানে অনেকের আত্মজীবনীতে ঘাত-প্রতিঘাত বিপর্যয় এসেছে কিন্তু তার এই আত্মজীবনীমূলক কথা গুলো পড়ে অনেকেই তাদের জীবনে সফল হয়েছে। তার অমর সৃষ্টি মাসুদ রানা সর্বজন স্বীকৃত একটি গোয়েন্দা সিরিজ বই। যে গল্পে তিল আছে কাহিনী আছে ইমোশন আছে তিনি যেন সকল উপাদানকে মিশিয়ে একটি অনন্য সৃষ্টি করেছেন। মাসুদ রানা এমন একটি চরিত্র যে চরিত্র আমাদের যুব সমাজকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। আনোয়ার হোসেনের ভাই হিসেবে আমি বলতে চাই তিনি যেমন বইয়ের পাতায় সুন্দর করে গল্প ফুটিয়ে তুলতে তিনি ব্যক্তিজীবনেও সেরকম সুন্দর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
আলীম আজিজঃ
আমার যখন প্রথম বইটি বের হয় তখন আমি ক্লাস নাইনে পড়ি। একদিন মাঠে খেলছিলাম তখন তিনি বারান্দা থেকে আমাকে ডাক দিলেন যে আলিম তুমি আমার সাথে দেখা করে যেও। আমি একটু ভীত ছিলাম আমি তার কাছে গেলাম তিনি আমাকে তার বইয়ের তাক দেখে বললেন যে, এখান থেকে কোন বইটি তোমার পছন্দ হয় সে বইটি নিয়ে তুমি তোমার কাজ শুরু করো। এভাবেই আমার তার সাথে প্রথম পরিচয় হয়েছিল। একজন লেখক হিসেবে আমি বলতে চাই তিনি আমার সবথেকে পছন্দের গুরু ছিলেন। তাকে আমি আমার ভিতর লালন করি এবং তার আদর্শে নিজেকে আলোকিত করার চেষ্টা করেছি সব সময়।