টেবিল টক এশিয়ান টিভি ১৮৩০ ঘটিকা ২০ জানুয়ারি ২০২২
2022-01-20 18:30:00
এ কে এম খোরশেদ আলম খানঃ
চাল নিয়ে আমরা অনেক কথাই বলে থাকি, বিশেষ করে মিডিয়া সব সময় যখন দেশের কোনো ক্রাইসিস মোমেন্ট দেখা দেয় তখন তারা এগিয়ে আসে এবং জনগণের পাশে থাকে। বাংলাদেশে এখন চালের ভরা মৌসুম এবং প্রত্যেকটা গৃহস্থের বাড়িতে চাল মজুদ রয়েছে, অর্থাৎ চাষীদের বাড়িতে ধান রয়েছে। ধান মজুদ থাকার পরেও চালের দাম কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এটার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হয়। সবাই সব সময় একটি কথা বলে যে মিলাররা চাল মজুদ করে রাখে, এই তথ্যটি সঠিক নয় এবং ২০১৫ সালের পর থেকেই কিন্তু এই চালের দাম বৃদ্ধির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
গোলাম রহমানঃ
চালের যে ঊর্ধ্বগতি এতে ভোক্তারা, বিশেষ করে স্বল্পআয়ের ভোক্তারা, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ভোক্তারা, খুব নিম্নবিত্ত যারা তাদের জন্য সরকার সোশ্যাল সেফটিনেট প্রোগ্রামের মাধ্যমে নানাভাবে সাহায্য করে কিন্তু যারা নিম্নমধ্যবিত্ত তারা কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পাচ্ছে না। আমাদের দেশে ধরেন ৩০ থেকে ৫০ বা ৬০ হাজার টাকা মাসে যাদের আয় তাদেরকে আমরা নিম্ন মধ্যবিত্ত বলে থাকি। এরা এমনিতেই বিভিন্ন সংকটের মধ্যে জীবন অতিবাহিত করে কিন্তু চালের দাম যদি বৃদ্ধি পায় তাহলে তাদের বাজেটের একটি বড় অংশ চাল ক্রয়ের ক্ষেত্রে চলে যায় এবং জীবনের অন্যান্য বড় বড় প্রয়োজন যেগুলো যেমন ধরেন চিকিৎসা অথবা অন্যান্য বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে তাদের ব্যয় কমাতে হয়।