তৃতীয় মাত্রা চ্যানেল আই টিভি ০১০০ ঘটিকা ২০ জানুয়ারি ২০২২
2022-01-20 01:00:00
ব্রি. জে. ড. এম সাখাওয়াত হোসেনঃ
বহুদিন ধরে নির্বাচনকেন্দ্রিক যতগুলো ১২টি নির্বাচন কমিশনার এ পর্যন্ত স্থাপিত হয়েছে বাংলাদেশে। তারমধ্যে তারা ১১টি নির্বাচন তারা করেছে এবং এই নির্বাচনগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আমি বলব ৪টি নির্বাচন ছাড়া বাকি নির্বাচনগুলো কিন্তু স্ট্যান্ডার্ড নির্বাচন হয়েছে বলে ধরা হয়নি। ৪টি নির্বাচন যারা করেছে তারা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করেছে। ৩টি নির্বাচন কমিশন ছাড়া বাকি সব নির্বাচন কমিশন কিন্তু সিটিং গভমেন্ট নিয়োগ দিয়েছে। এই ৪টি জাতীয় নির্বাচন ছাড়া কোন নির্বাচন স্ট্যান্ডার্ড নির্বাচন হয়নি। নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন পরিচালনা করা। সরকার দ্বারা যে সমস্ত নির্বাচন কমিশন ছিল সেটা গুরুত্বপূর্ণ নয় এবং ভালো নির্বাচন দেয়ার কথা।
ড. বদিউল আলম মজুমদারঃ
নভেম্বর মাসের ১৮ তারিখে আইনমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলাম, তিনি বলেছেন এখানে সংসদকে পাশ কাটিয়ে কোনভাবে উচিত নয়। আইনমন্ত্রী যে ব্যবস্থাটি নিয়েছে সেটা ইতিবাচক এবং এটাকে আমি সমর্থন জানাই। যে আইনটা করা হচ্ছে এটা সমস্যার সমাধান করবে কি না, এটা হচ্ছে বড় কথা। আমাদের অনেক সমস্যা রয়েছে এবং নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। নির্বাচনের মধ্যে যেরকম প্রতিদ্বন্দ্বিতা, এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। নির্বাচিত নতুন আইনটি বিতর্ক সৃষ্টি করবে কি না এবং ঐক্যমতের ভিত্তিতে এই আইন বাস্তবায়ন করতে হবে। যদি আমাদের স্বদিচ্ছা থাকে যে আমরা সুষ্ঠু নির্বাচন করব, তাহলে সবার সাথে আলাপ-আলোচনা করে বিষয়টি দেখতে হবে। রাষ্ট্রপতি প্রজ্ঞাপন দিয়ে আমাদের নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে, সংবিধান ২০১৮ প্রণয়ন করা দরকার।