একাত্তর জার্নাল একাত্তর টিভি ২৩৪০ ঘটিকা ১৪ জানুয়ারি ২০২২
2022-01-14 23:40:00
অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারঃ
আমি যে শঙ্কা করছি সেটা গণমাধ্যমে পরিষ্কার করেছি। আমি তো মোটামুটি দলের একটা ভালো অবস্থানে ছিলাম, এটা বিসর্জন দিয়ে কেন আমি নির্বাচন করছি সেটাও আমি জনগণের কাছে পরিষ্কার করেছি। যুবলীগের সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন তৈমুরকে মাঠে নামতে দেয়া হবে না, এটা প্রথমত গুরুত্ব দেয়নি কারণ মেহমানের সমালোচনা করা এটা আমাদের কালচারে নেই। শামীম ওসমান আমার গার্জিয়ানসিপ নিয়েছে এটাকে আমি মানি না। শামীম ওসমানের প্রতি আমার স্নেহ আছে তাকে আমি একজন ভাল নেতা ও দল প্রেমিক হিসেবেই জানি। বিএনপি দল যেটা ভালো মনে করেছে এবং দল লাভবান হয়েছে কিনা সেটা দল বুঝবে।
জাহাঙ্গীর কবির নানকঃ
তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ এর একজন শক্ত প্রার্থী এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের প্রার্থী সেলিনা হায়াৎ আইভি, তাকে নিয়ে আমরা কাজ করছি। আমি এখানে প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছি। প্রধান সমন্বয়কারী হিসেবে যখন তৈমুর আলম খন্দকার অভিযোগের পর অভিযোগ দিচ্ছিলেন তখন তার পিছনের কিছু কথা আমার মনে পড়ে। তৈমুর আলম খন্দকার বলেছিলেন তিনি জনগণের প্রার্থী, জনতার প্রার্থী ইত্যাদি তিনি বলেছেন। তৈমুর আলম খন্দকার তিনি বিএনপি'র প্রার্থী নয়, আওয়ামী লীগের প্রার্থী নয়, তাহলে তিনি কার প্রার্থী?
দিলীপ কুমার সরকারঃ
আমরা সুশাসন এর জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে প্রতিটি নির্বাচনের দিকেই আমরা নজর দিচ্ছি। নারায়ণগঞ্জের এই সিটি কর্পোরেশন নির্বাচনটিতেও আমরা সেই একই কাজ করছি। প্রথমত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আমরা ইতিবাচক দিকগুলো দেখছি সেটা হচ্ছে ঠিক সময়ে নির্বাচনটা হচ্ছে। এই নির্বাচনে বিএনপি দলবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও আমরা প্রার্থীর দিকে তাকিয়ে বলতে পারি যে, হ্যাঁ এটা মোটামুটি ভাবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে।
ডা. এ এস এম আলমগীরঃ
আমরা অনেক ভাবেই চেষ্টা করছি কিন্তু স্বাস্থ্যবিধির বিষয়ে আমরা এখনো হয়তো বা জনগণের কাছে কাছে পৌঁছাতে পারিনি। স্বাস্থ্য বৃদ্ধির বিষয়ে গণমাধ্যমকর্মীরা অনেক বেশি সমর্থন দিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আমরা যদি ওমিক্রনের কথা চিন্তা করিতাহলে এটি একটি ভিন্নধর্মী ভাইরাস। করোনাভাইরাস এর নতুন ভেরিয়েন্ট হচ্ছে এই ওমিক্রন এটা কিন্তু আমরা সকলেই ভুলে যাই। সংক্রমণের হার এর কথা চিন্তা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ওমিক্রনকে অতিসংক্রমিত একটি ভেরিয়েন্ট বলেছে।
অধ্যাপক ডা. কাজী তারিকুল ইসলামঃ
বাংলাদেশের মানুষ হয়তো বা এখন সিজনাল যে সকল রোগ গুলো হয় সেগুলো মনে করে তারা এই করোনার প্রতি তেমন গুরুত্ব দিচ্ছে না এবং এক ধরনের অনীহা দেখা দিচ্ছে সবার মধ্যে। যদিও ঠান্ডা সর্দি জ্বর এগুলো হয়ে থাকে কিন্তু তারপরও আমাদের এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত এবং আমাদের পরীক্ষা করা উচিত এটি কোনো করোনাভাইরাসের সংক্রমণ কিনা। আমাদের দরকার নেই এটি ওমিক্রন না অন্যকিছু কিন্তু আমাদের অবশ্যই সবার করোনা পরীক্ষার আওতায় আসতে হবে।