একাত্তর সংযোগ একাত্তর টিভি ২০০০ ঘটিকা ১৪ জানুয়ারি ২০২২
2022-01-14 20:00:00
নাজমুল আবেদীন ফাহিমঃ
বিপিএল থেকে আমরা যেভাবে একটা রূপ দিতে পারতাম এবং শুরুতে কিছুটা এদিক-ওদিক হলেও এখন একটু ঠিক হয়েছে। গত সাত বছরে আমরা যে জায়গাটায় যেতে পারতাম এবং যে পরিমাণ অবদান রাখা প্রয়োজন আমরা যেমন তাদেরকে দেয়নি, আমরা যে জায়গাটায় যেতে পারতাম সে জায়গায় যেতে পারিনি। বিপিএল আমার কাছে মনে হয় আগের চেয়ে ভালো অবস্থান নিয়ে ফেরার সম্ভাবনা দেখিয়েছিল।
মিজানুর রহমানঃ
আমি ব্রাদার্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান এবং আমি যদি ক্রিকেটের ভক্ত না হতাম তাহলে অবশ্যই আমি টিম নিয়ে যেতাম না। শেষ তিন বছর বরিশাল গ্রুপ ছিল না এবং যেটা গত বছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি হয়েছে, সেখানে আমরা দল নিয়েছি। গতবারও আমরা ট্রাই করেছিলাম যে প্লেয়ারদের সংশোধন করানোর জন্য কিন্তু গতবার করোনার কারণে আমরা সেটা করতে পারি। আমরা আসলেই ক্রিকেটকে ভালোবাসি এবং ক্রিকেটের উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই।
কে এম রিফাতুজ্জামানঃ
এরকম একটা টুর্নামেন্ট এর ফ্র্যাঞ্চাইজি কসট এন্ড বাজেট যে পরিমাণে ইনভেস্টমেন্ট, সেটার রিটার্ন চিন্তা করলে আসলে কতটুকু রিটার্ন পাচ্ছি সেটাই প্রশ্ন। একটা ব্র্যান্ডের জায়গা থেকে যতটুকু আমরা পাচ্ছি এবং ততটুক ক্রিকেটের প্রতি ইনভেস্ট করার জন্য এগিয়ে এসেছি। ক্রিকেট আমাদের দেশের প্রত্যেকটা মানুষের সাথে ইনবল এবং যেদিন বাংলাদেশে কোথাও জিতেছে সারা বাংলাদেশের সবার মন ভালো। একদিন হেরেছে সবার মনটা খারাপ জায়গাটাকে অবশ্যই, বিপিএল এর সাথে আমরা অনেক কিছু নিয়ে এগোচ্ছি।