Alexa ধনী ছেলেদের পটিয়ে বড়লোক হওয়ার কোর্স করান সুরিয়া!

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

ধনী ছেলেদের পটিয়ে বড়লোক হওয়ার কোর্স করান সুরিয়া!

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৪:০৯ ২১ সেপ্টেম্বর ২০১৯  

থাইল্যান্ডের নারী প্রায়া সুরিয়া। তার রয়েছে পাঁচ হাজার ধনী পুরুষের সঙ্গে ডেটের অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আয়োজন করেছেন এক অনলাইন কোর্সের। তিনি নিজে ধনী ছেলেদের আকৃষ্ট করে বিমানের প্রথম শ্রেণিতে ভ্রমণ, পাঁচ তারকা হোটেলে অবস্থান ও দামী গয়নাসহ অনেক কিছুই পেয়েছেন বলেও জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের খবরে এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে। 

সেখানে বলা হয়, প্রায় পাঁচ হাজার পুরুষের সঙ্গে প্রেম করেছেন ওই থাই নারী। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন থেকে তিনি দরিদ্র ও মধ্যবিত্ত নারীদের জন্য পুরুষকে বশে আনার এই অনলাইন কোর্সটি পরিচালনা করছেন। যেখানে ধনী ছেলেদের প্রেমের জালে আটকে ফায়দা লুটার কৌশল শেখানো হয়।

ওই থাই নারী পশ্চিমা কিংবা আরব দেশের ধনী ছেলেদের আকৃষ্ট করে বড়লোক হওয়ার উপায় শেখাতে প্রত্যেকের নারীর কাছ থেকে পূর্ণ কোর্সের জন্য ৩২৫ ডলার বেতন নেন। 

প্রায়া সুরিয়া বলেন, আমি আমার জীবনে পশ্চিমা দেশগুলোসহ আরব ও দুবাইয়ের অনেক ধনী লোকের সঙ্গেই প্রেম করেছি। আমার কাছ থেকে কৌশল শিখে এখন পর্যন্ত প্রায় ১০০ নারী ধনী ছেলেদের পটাতে সক্ষম হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএ