সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২১:৫৯ ৫ আগস্ট ২০২২

ফাইল ফটো
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অজ্ঞাত এক যুবকের গাছের সঙ্গে হাত ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ছনপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, এক যুবকের হাত ও মুখ বাঁধা লাশ গাছে ঝুলছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি গছে ঝুলিয়ে রেখে গেছে।
তিনি আরো জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এইচএন