রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১১:৫৫ ২ আগস্ট ২০২২ আপডেট: ১৬:৩০ ২ আগস্ট ২০২২

রোহিঙ্গা ক্যম্প -ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের গোলাগুলিতে মো. নূর ছালাম নামে ২৬ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোরে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়ায় এ ঘটনা ঘটে। নিহত নূর ছালাম একই ক্যাম্পের বাসিন্দা।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন, সোমবার ভোরে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়ায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে এক রোহিঙ্গা যুবক নিহত হন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর/এমআরকে