নড়াইলে শিক্ষক লাঞ্ছনা, নুরনবী ৩ দিনের রিমান্ডে
প্রকাশিত: ২০:০৯ ৬ জুলাই ২০২২ আপডেট: ২২:০০ ৬ জুলাই ২০২২

শিক্ষক লাঞ্ছনায় গ্রেফতার আসামি নূরনবী। ছবি: ডেইলি বাংলাদেশ
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনায় গ্রেফতার নূরনবীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে সদর আমলী আদালতে বিচারক আমাতুল মোর্শেদার আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মাহামুদুর রহমান বলেন, ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নুরনবী সদর উপজেলার গোবরা কারিগর পাড়ার ফয়েজ চৌকিদারের ছেলে। গত ৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ৩ জুলাই গ্রেফতার অপর চার আসামি রহমত উল্লাহ রনী গাজী, শাওন খান, মনিরুল ইসলাম ও সৈয়দ রিমন আলীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
গত ১৮ জুন অধ্যক্ষকে লাঞ্ছনার ঘটনায় মির্জাপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোরসালিন বাদী হয়ে গত ২৭ জুন ১৭০ থেকে ১৮০ জন অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।
ডেইলি বাংলাদেশ/এমকে