মাদক ব্যবসায়ীদের হামলায় র্যাব সদস্য আহত
প্রকাশিত: ২২:১৬ ৫ জুলাই ২০২২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আখাউড়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় সুমন নামে ২৮ বছর বয়সী এক র্যাব সদস্য আহত হয়েছেন। তবে এ সময় এক মাদক ব্যবসায়ীসহ আরো একজন আহত হন।
মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন- ৪০ বছর বয়সী নাসির মিয়া ও ৩৫ বছরের খোকন।
র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর এলাকায় মাদকবিরোধি অভিযানে যান র্যাব সদস্যরা। এ সময় টের পেয়ে তাদের লক্ষ্য করে দা-লাঠি দিয়ে এলোপাতাড়ি হামলা চালান মাদক ব্যবসায়ীরা। এতে র্যাব সদস্য সুমনসহ দুজন আহত হন। পরে আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা আক্রমণ চালালে মাদক ব্যবসায়ী নাসির আহত হন। এরপর নাসিরকে আটক করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে ৩৩ বোতল ফেনসিডিল, কয়েটি দা ও বটি উদ্ধার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, আহত তিনজনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। গুরুতর হওয়ায় নাসিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ডেইলি বাংলাদেশ/এমআর