লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড
প্রকাশিত: ১৪:২১ ৫ জুলাই ২০২২ আপডেট: ১৬:৪৬ ৫ জুলাই ২০২২

আদালতের রায়: প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাজির দিঘীর পাড় এলাকার ব্যবসায়ী আলমগীর হোসেনকে গলা কেটে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডসহ অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বটতলী এলাকার মেহেদী হাসান রুবেল ওরফে হাসেম ও পশ্চিম বটতলীর এলাকার ফয়েজ আহাম্মদ। এছাড়া অন্য আসামি অটোরিকশাচালক সাগরকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় মেহেদী হাসান আদালতে উপস্থিত থাকলেও ফয়েজ আহাম্মদ পলাতক রয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঘটনার সঙ্গে জড়িত না থাকায় অটোচালক সাগরকে বেকসুর খালাস দেওয়া হয়। এ রায়ে খুশি বাদী ও রাষ্ট্রপক্ষ।
এজাহারে বলা হয়, ২০১৯ সালের ২০ আগষ্ট রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী আলমগীর হোসেনকে অটোরিকশার মধ্যে গলা কেটে হত্যা করে আসামিরা। এ ঘটনার তার পরিবার পরের দিন থানায় হত্যা মামলা করেন। এ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
ডেইলি বাংলাদেশ/জেএইচ