টিকিট কালোবাজারি: আরএনবির ২ সদস্য আটক
প্রকাশিত: ১৫:৫৪ ৪ জুলাই ২০২২

আটককৃত দুই সদস্য
চট্টগ্রামে ট্রেনের টিকিট কালোবাজারির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে র্যাব।
রোববার রাতে নগরের কোতোয়ালি থানার রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
আটককৃতরা হলেন- আরএনবি পূর্বাঞ্চলের জেনারেল শাখার হাবিলদার মো. রবিউল হোসেন ও সিপাহী মো. ইমরান হোসেন।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করছে আরএনবির সদস্যরা- এমন সংবাদে রোববার রাতে চট্টগ্রাম রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের ৯টি টিকিট ও টিকিট বিক্রির এক হাজার ৩২০ টাকাসহ আরএনবির দুই সদস্যকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বাড়তি মূল্যে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি করে আসছেন বলে জানান তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর