কক্সবাজারে যুবককে গলা কেটে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:৪৯ ২ জুলাই ২০২২

ছবি : ডেইলি বাংলাদেশ
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে আজিজুল হক নামের এক যুবককে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয়দের।
শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উল্টাখালীতে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি মনিরুল গিয়াস। তিনি জানান, স্থানীয়রা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরো জানান, আজিজুল হকের একটি গ্রুপ ছিল। চিহ্নিত প্রতিপক্ষরাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ডেইলি বাংলাদেশ/আরএম