ময়মনসিংহে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের
ময়মনসিংহ প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২২:২৬ ৩০ জুন ২০২২

ফাইল ছবি
ময়মনসিংহের তারাকান্দায় বজ্রপাতে নুরুল আমিন নামের (১৪) এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে উপজেলার টিকুরি গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল আমিন ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, দুপুরে বাড়ির পাশের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিল নুরুল আমিন। এ সময় হঠাৎ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ডেইলি বাংলাদেশ/আরএম