টেকনাফে বিদেশি অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার
প্রকাশিত: ১১:৫৩ ২৮ জুন ২০২২ আপডেট: ১৪:৫২ ২৮ জুন ২০২২

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি
কক্সবাজারের টেকনাফে বিদেশি অস্ত্র-গুলিসহ সৈয়দ হোসেন ওরফে পুঁতিয়া নামে ২৪ বছর বয়সী এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়াপাড়া মোচনী রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের আবুল হোসেনের ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাহ উদ্দিন জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এলাকা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী সৈয়দকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত সৈয়দের বিরুদ্ধে থানায় অস্ত্র, অপহরণ, মারামারি, হত্যাসহ সাতটি মামলা রয়েছে। নতুন করে আরো একটি মামলা দিয়ে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমআর/এমআরকে