চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
প্রকাশিত: ২১:১৪ ২৭ জুন ২০২২ আপডেট: ১৯:১৩ ২৮ জুন ২০২২

ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরের ফরিদগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পদ্মাসেতু নিয়ে ফেসবুক আইডিতে অপপ্রচারের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আব্দুল হাই ঐ উপজেলার মূলপাড়া গ্রামের হাফেজ আহমেদের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডি থেকে পদ্মাসেতু নিয়ে অপপ্রচারমূলক স্ট্যাটাস দেন আব্দুল হাই। এটি নজরে পড়লে ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা গ্রামের হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী থানায় অভিযোগ করেন। এরপর তাৎক্ষণিকভাবে ঐ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
অন্যদিকে, পুলিশ তদন্ত শুরু করলে গা ঢাকা দেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে আব্দুল হাইকে গ্রেফতার করা হয়। রোববার সকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন তিনি। পরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ডেইলি বাংলাদেশ/এমকে/এমআরকে