ঘরের পেছনে খেলার সময় প্রাণ গেল স্কুলছাত্রের
যশোর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১২:১৩ ২৭ জুন ২০২২

ফাইল ছবি
যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামে জীবন (১২) নামে এক স্কুলছাত্র সাপের কামড়ে মৃত্যু হয়েছে। সে রঘুনাথপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে ও রঘুনাথপুর প্রাথমিক স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।
সোমবার নিজ বাড়ির গোয়াল ঘরের পেছনে খেলা করার সময় এ ঘটনা ঘটে।
জীবনের বাবা জানান, ছেলে স্কুল থেকে এসে গরুর গোয়াল ঘরের পেছনে খেলছিল। একটি বিষধর সাপ তার পায়ে কামড় দিলে অজ্ঞান হয়ে পড়ে জীবন। চিকিৎসার জন্য দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাপের কামড়ের বিষক্রিয়ায় জীবনের মৃত্যু হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএম