রোগী দেখতে গিয়ে নিজেরাই হাসপাতালের বেডে
প্রকাশিত: ২১:৪৩ ২৫ জুন ২০২২

মেহেরপুর জেনারেল হাসপাতাল। ফাইল ছবি
মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেহেরপুর জেনারেল হাসপাতালের নৈশ্য প্রহরীসহ ৫ জন আহত হয়েছেন।
আহতরা হলেন মুজিবনগর উপজেলার ইব্রাহিম শেখ, বায়োজিদ হোসেন, ঝর্ণা খাতুন, রেজাউল মল্লিকও অটোচালক মুজিবর রহমান ।
ইব্রাহিম শেখ মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের ইন্নাল শেখের ছেলে ও ঝর্ণা খাতুন ইন্নাল শেখের স্ত্রী। এছাড়া অটোরিকশা চালক মুজিবুর রহমান সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।
শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার নতুনগ্রাম ও চকশ্যামনগর গ্রামের মাঝামাঝি স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা জানান, মুজিবনগর থেকে অটোরিকশায় মেহেরপুর শহরে আসার সময় চকশ্যামনগর ও নতুন গ্রামের মাঝামাঝি মাঠের মধ্যে পৌছলে বিপরীত থেকে আসা একটি চলন্ত ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা রাস্তার উপর উল্টে পড়ে। এতে অটোরিকশার যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে ইব্রাহিম শেখ, বায়োজিদ হোসেন, ঝর্ণা খাতুন একই পরিবারের। তাদের এক নিকটাত্মীয় ডাইরিয়া রোগে আক্রান্ত। তাকে হাসপাতালে দেখতে এসে নিজেরাই এখন হাসপাতালে ভর্তি হলেন।
ডেইলি বাংলাদেশ/এমকে