ট্রাক-মাইক্রো সংঘর্ষে যুবক নিহত, আহত ৪
ফরিদপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:৩৯ ২৫ জুন ২০২২ আপডেট: ২০:৪১ ২৫ জুন ২০২২

ঢাকা-খুলনা মহাসড়ক- ফাইল ছবি
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঐ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ঢাকাগামী ট্রাকের সঙ্গে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক যুবক নিহত ও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হামিদউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
ডেইলি বাংলাদেশ/এআর