স্ত্রীর মৃত্যুর শোকে মুদি দোকানির আত্মহত্যা
ফরিদপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:১২ ২৫ জুন ২০২২

সদরপুর থানা, ফরিদপুর
ফরিদপুরের সদরপুর উপজেলায় স্ত্রীর মৃত্যুর শোকে মো. সোহেল রানা সেলিম নামে এক মুদি দোকানি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঐ উপজেলার পূর্ব শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা সেলিম একই এলাকার মোমরেজ ব্যাপারীর ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে মুদি ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সেলিমের স্ত্রী মারা যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। কারো সঙ্গে ভালোভাবে কথা বলতেন না, খাওয়া-দাওয়া কিংবা চলাফেরা করতেন না। শুক্রবার রাতে নিজ ঘরে গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেন সেলিম।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, শনিবার সকালে ঘরের জানালার গ্রিলের সঙ্গে লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেন সেলিম। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর