হাওরে যাওয়ার সময় প্রাণ গেল ছাত্রলীগকর্মীর
প্রকাশিত: ১৯:৪৭ ২৫ জুন ২০২২ আপডেট: ১১:২৯ ২৬ জুন ২০২২

ফাইল ছবি
নেত্রকোণার খালিয়াজুরীতে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রলীগ কর্মী শৈবাল পুরু কায়স্থ সাগরের (২৩) মৃত্যু হয়েছে। ঢাকার পিজি হাসপাতালে ৫৬ দিন চিকিৎসাধীন থেকে শনিবার (২৫ জুন) সকালে মারা যান তিনি।
এর আগে গত ১ মে খালিয়াজুরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন তিনি। নিহত শৈবাল পুরু কায়স্থ সাগর খালিয়াজুরী উপজেলা সদরের শ্যামল পুরু কায়স্থের ছেলে।
মৃত ওই ছাত্রলীগ কর্মীর চাচাতো ভাই স্বজন ধ্রুব সরকার জানান, গত ১ মে খালিয়াজুরীর নিজ গ্রাম থেকে মোটরসাইকেলে নেত্রকোণার হাওরে যাচ্ছিলেন শৈবাল। এ সময় খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। পরে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নেন। এরপর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এরপর দিনে দিনে অবস্থার অবনতি ঘটলে পিজি হাসপাতালে শৈবালকে নিয়ে যান পরিবারের লোকজন। লাইফ সাপোর্টে থাকার পর পিজি হাসপাতালে আজ শনিবার সকালে মারা যান শৈবাল।
তিনি আরও জানান, মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। শৈবাল ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন।
ডেইলি বাংলাদেশ/আরএম