প্রাণনাশের হুমকি দিয়ে গৃহবধূর ‘সম্ভ্রম’ কেড়ে নিলেন রাজ্জাক
প্রকাশিত: ১৯:২৯ ২৫ জুন ২০২২

আব্দুর রাজ্জাক
সিরাজগঞ্জের সলঙ্গায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চরবাগদা গ্রামের নাসির উদ্দিনে ছেলে।
সলঙ্গা থানার এসআই দয়াল কুমার স্থানীয়দের বরাত দিয়ে জানান, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন যাবত একই গ্রামের গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু গৃহবধূ তার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় শুক্রবার রাত ১০টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে রাজ্জাক গৃহবধূর ঘরে প্রবেশ করেন।
পরবর্তীতে গৃহবধূ ঘরে প্রবেশ করা মাত্রই তার মুখ চেপে ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে তার শ্বশুর ও প্রতিবেশীরা এসে গৃহবধূকে উদ্ধার করে এবং আব্দুর রাজ্জাককে আটক করেন। পরে থানায় সংবাদ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়। শনিবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএম