আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষ ভালো থাকে: এমপি শিখর
প্রকাশিত: ২০:০৩ ২৪ জুন ২০২২ আপডেট: ১৭:৫৩ ২৫ জুন ২০২২

আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় আয়োজিত আলোচনা সভা- ছবি: ডেইলি বাংলাদেশ
মাগুরা-১ আসনের এমপি অ্যাডডোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বাংলাদেশের মানুষ ভালো থাকে। আর মানুষকে ভালো থাকতে দেখলে বিএনপির গাঁ-জ্বলে।
শুক্রবার সকালে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এমপি শিখর বলেন, বিএনপি দেশের উন্নয়ন নিয়ে সবসময় ষড়যন্ত্রে লিপ্ত। পদ্মাসেতু নিয়েও তারা কম ষড়যন্ত্র করেনি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্র নস্যাৎ করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করে দেখিয়েছেন।
মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম. আবদুল ফাত্তাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সাবেক সহ-সভাপতি মুন্সী রেজাউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাবেক ত্রাণ ও সমাজসেবা সম্পাদক রানা আমির ওসমান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকী ইমাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এআর/এমআরকে