রান্নাঘরে গলাকাটা লাশ, পাশেই রান্না করা মাংস
প্রকাশিত: ১৪:৩০ ২১ জুন ২০২২

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
বাগেরহাটের মোড়েলগঞ্জে রান্নাঘরে মোকলেসুর রহমান খান নামে ৭০ বছর বয়সী এক দিনমজুরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার তেলিগাতী ইউনিয়নের তেলিগাতী গ্রামে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোকলেসুর একই গ্রামের আব্দুর রহিম খানের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে রান্নাঘরে মোকলেসুরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে লাশটি উদ্ধার করে পুলিশ। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে দাবি প্রতিবেশীদের।
স্বজনরা জানান, মোকলেসুরের সংসারে স্ত্রী, তিনি ছেলে ও চার মেয়ে রয়েছে। সোমবার রাতে কেউই বাড়িতে ছিলেন না। তার স্ত্রী চিকিৎসার জন্য দেড় মাস ধরে বড় ছেলের বাড়ি বাগেরহাটে রয়েছেন।
মোড়েলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, দিনমজুর মোকলেসুরের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলা অর্ধেকের বেশি কেটে ফেলা হয়েছে। নিহতের পরনের লুঙ্গি-গেঞ্জি উল্টো ছিল। এছাড়া তার হাতে একটি টর্চলাইট ও পাশে রান্না করা মাংস ছিল।
ডেইলি বাংলাদেশ/এমআর