উখিয়ায় রোহিঙ্গা নেতা হত্যার মাস্টারমাইন্ড গ্রেফতার
প্রকাশিত: ১২:২৮ ১৫ জুন ২০২২ আপডেট: ১৬:৫৬ ১৫ জুন ২০২২

রোহিঙ্গা ক্যম্প- ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা আজিম উদ্দিন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড মৌলভী আনাসকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ নিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মৌলভী আনাস ঐ উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের মৌলভী জাকারিয়ার ছেলে।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন জানান, সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে মৌলভী আনাসকে গ্রেফতার করা হয়। তিনি ঐ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ও মামলার ১৪ নম্বর আসামি। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে রোহিঙ্গা নেতা আজিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। ঐ ঘটনায় আহত হন আরো দুইজন। তাদের তাৎক্ষণিক ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিলে সেখানে আজিম উদ্দিনের মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী সনজিদা ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা করেন। ঐ মামলায় এখন পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর/এমআরকে