জমি নিয়ে বিরোধে গেল প্রাণ
নেত্রকোনা প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০১:৩৫ ২৭ মে ২০২২

ফাইল ছবি
নেত্রকোনার আটপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এরশাদ মিয়া নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সুখারি ইউনিয়নের হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
স্বজনদের বরাত দিয়ে আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের সবুজ মিয়ার সঙ্গে এরশাদের বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও চলমান। বৃহস্পতিবার নেত্রকোনা আদালতে হাজিরা দিয়ে রাতে বাড়ি ফেরেন এরশাদ। বাড়িতে যেতেই তার ওপর হামলা চালান সবুজ মিয়ার লোকজন। পরে স্থানীয়দের সহায়তায় এরশাদকে উদ্ধার করে পার্শ্ববর্তী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেইলি বাংলাদেশ/এমআর