অটোরিকশাকে মাহেন্দ্রের ধাক্কা, ছিটকে পড়ে বৃদ্ধ নিহত
প্রকাশিত: ২১:৫৬ ২৬ মে ২০২২

লালমোহন থানা। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার লালমোহনে মাহেন্দ্রের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে আনিসুল হক নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লালমোহন-মঙ্গল সিকদার সড়কের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিসুল হক উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের কুমারখালী গ্রামের বাসিন্দা।
জানা যায়, সন্ধ্যার দিকে অটোরিকশাযোগে লালমোহন থেকে বাড়ি ফিরছিলেন আনিসুল হক। এ সময় একটি দ্রুতগামী মাহেন্দ্র পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আনিসুল হককে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকে