টেকনাফে ধর্ষণের অভিযোগে রোহিঙ্গা আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:৩৯ ২৬ মে ২০২২ আপডেট: ১৫:১০ ২৭ মে ২০২২

আটককৃত রোহিঙ্গা আমান উল্লাহ- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আমান উল্লাহ নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার দুপুরে ঐ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। আটককৃত আমান উল্লাহ ঐ ক্যাম্পের এ-৪ ব্লকের মুজির মিয়ার ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি জানান, চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আমান উল্লাহ প্রলোভন দেখিয়ে ঐ রোহিঙ্গা কিশোরীকে ক্যাম্প সংলগ্ন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। অভিযোগ পেয়ে এপিবিএন সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে আমান উল্লাহকে আটক করেন।
আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসপি তারিকুল ইসলাম।
ডেইলি বাংলাদেশ/এআর/এমআরকে