নাটোরে পুকুরে মিলল ৫০ কেজির প্রাচীন মূর্তি
নাটোর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:২৩ ২৬ মে ২০২২

উদ্ধারকৃত মূর্তি- ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের সিংড়ায় পুকুর সংস্কার করার সময় ৫০ কেজি ওজনের একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মূর্তিটি থানায় রাখা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঐ উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামের একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, বেলতা গ্রামের ঐ পুকুর সংস্কার করার সময় ছাই রংয়ের পাথরের এক মূর্তি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মূর্তিটির ওজন প্রায় ৫০ কেজি।
ডেইলি বাংলাদেশ/এআর