বিজয়নগরে বাস-মাইক্রো সংঘর্ষে প্রাণ গেল যুবকের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৬:১৫ ২৬ মে ২০২২ আপডেট: ১৬:১৮ ২৬ মে ২০২২

ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান খাঁন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ এলাকার আতাউর রহমানের ছেলে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু জানান, আজ সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকায় ঢাকা অভিমুখী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী ইমরান মারা যান। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএম