চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা, বাসচালক ও সহযোগী গ্রেফতার
প্রকাশিত: ১৬:০২ ২৬ মে ২০২২

ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা মামলায় বাসচালক ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে হাটহাজারীর পশ্চিম কোয়াইশ এলাকা থেকে চালক ও নগরীর সিঅ্যান্ডবি এলাকা থেকে তার সহযোগীকে আটক করা হয়। পরে তাদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
গ্রেফতার দুজন হলেন চালক আনোয়ার হোসেন টিপু এবং তার সহযোগী জনি দাশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ওই তরুণী চান্দগাঁওয়ের সিঅ্যান্ডবি এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। বৃহস্পতিবার কারখানা ছুটি হলে তিনি অন্য সহকর্মীদের সঙ্গে কর্তৃপক্ষের নির্ধারিত বাসে চড়ে বহদ্দারহাটের বাসায় ফিরছিলেন। তবে তার সঙ্গীরা বহদ্দারহাট বাস টার্মিনালের আগেই নিজ নিজ গন্তব্যে নেমে যান।এ সময় গাড়িটি সহকারীকে চালাতে দিয়ে চালক ওই তরুণীকে নিয়ে বাসের পেছনে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে চালক টিপু তাকে ধর্ষণের চেষ্টা করেন। তরুণী রাহাত্তারপুল এলাকায় বাস থেকে লাফ দেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার ওই তরুণী বাদী হয়ে বাকলীয়া থানায় চালক ও তার সহকারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে আসামিদের গ্রেফতা করা হয়।
ওসি জানান, আসামিদের আদালতে তোলা হচ্ছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলে তাদের রিমান্ডে নিতে আবেদন করা হবে।
ডেইলি বাংলাদেশ/এমকে