১৩ পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়েছিলেন বাসচালক স্বপন
চট্টগ্রাম প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:২৫ ২২ মে ২০২২

বাসচালক নাহিদুল ইসলাম ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা মোড় এলাকায় বাসের ধাক্কায় ১৩ পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় বাসচালক নাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পাহাড়তলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, একইদিন সকালে এ ঘটনা ঘটে।
রোববার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান। গ্রেফতার বাস চালকের নাম নাহিদুল ইসলাম স্বপন।
ওসি (তদন্ত) নাজমুল হাসান বলেন, বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হওয়ার ঘটনায় থানায় মামলা করেন শিল্প পুলিশের এসআই নাজমুল হোসেন মোল্লা। পরে শনিবার রাতে পাহাড়তলী বাজার এলাকা থেকে বাসচালক নাহিদুল ইসলাম স্বপনকে গ্রেফতার করা হয়।
ডেইলি বাংলাদেশ/এমকে