বগুড়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার
প্রকাশিত: ২০:০১ ২১ মে ২০২২ আপডেট: ২০:০২ ২১ মে ২০২২

গ্রেফতারকৃত অভিযুক্ত যুবক-ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার গাবতলী উপজেলায় প্রথম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার রাতে ওই উপজেলার সোনারায় ইউনিয়নের স্বরধনকুঠি পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল ওই গ্রামের তোতা মণ্ডলের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেন গাবতলী মডেল থানার ওসি মো. সিরাজুল ইসলাম।
জানা গেছে, শুক্রবার দুপুরে ওই শিশুকে পাখি ধরার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান সিরাজুল। পরে তাকে গ্রামের একটি কচুক্ষেতে নিয়ে বলাৎকার করেন সিরাজুল। ঐদিন বিকেলে বাড়ি ফিরে এসে মাকে সবকিছু খুলে বলেন শিশুটি। তার মুখে ঘটনার বর্ণনা শুনে শুক্রবার বিকেলেই গাবতলী মডেল থানায় মামলা করেন শিশুটির মা।
গাবতলী মডেল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, মামলার পর অভিযান চালিয়ে সিরাজুলকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ