মৃত ছাগল জবাইয়ের পর গরুর রক্ত মাখিয়ে বিক্রি, কসাই আটক
প্রকাশিত: ২৩:৩৫ ২০ মে ২০২২ আপডেট: ২৩:৫৮ ২০ মে ২০২২

কসাইকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির অভিযোগ আনা হয়েছে নজরুল ইসলাম (৪৬) ওরফে ইদু নামে এক কসাইয়ের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরের এ ঘটনায় ঐ কসাইকে আটক করেছে পুলিশ। আটক কসাই উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ধনিবস্তী মহাজনহাট গ্রামের শরিফ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলা পরিষদের ভেতরে কসাই নজরুল ইসলাম মরা ছাগল জবাই করে গেটের সামনে বিক্রির চেষ্টা করছিলেন। সে সময় স্থানীয়রা দেখে ফেলে হাতেনাতে আটক করে উত্তম-মাধ্যম দেয়। পরে তাকে পুলিশে দেয় স্থানীয়রা।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এসআই আব্দুল গফুর বলেন, সকালে উপজেলা পরিষদের ভেতরে মরা ছাগল জবাই করার পর ঐ ছাগলের গায়ে গরুর রক্ত মেখে মাংস বিক্রির সময় স্থানীয়রা দেখে ফেলে। পরে কসাই নজরুল ইসলামকে আটক করে পুলিশ। ছাগলটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
এর আগে, ১০ মে মরা মুরগির মাংস রান্না করে বিক্রির দায়ে হোটেল মালিক সেলিম উদ্দীনকে ৫ হাজার টাকা ও মাংস বিক্রেতা আব্দুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ হোটেলের সামনে থেকেই মরা ছাগলের মাংস বিক্রির অভিযোগে কসাই নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেডআর