বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
প্রকাশিত: ২১:৫৪ ২০ মে ২০২২

ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বীরবেদার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন ও বগুড়া দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অন্যজনের মৃত্যু হয়। নিহত দুজনই পুরুষ। আর আহতের নাম সাগর সাকিদার। ২২ বছর বয়সী সাগর বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান বগুড়ার দুপচাঁচিয়া থানার এসআই এরশাদ।
দুঘর্টনায় ঘটনাস্থলে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কাহালু থানার ওসি মো. আমবার হোসেন এবং দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একজনের মৃত্যু হয় বলে জানান দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ।
কাহালু থানার ওসি মো. আমবার হোসেন জানান, হতাহত তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। ট্রাকের ধাক্কায় তাদের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ এখনো অবস্থান করছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক-সহকারী পলাতক আছেন।
ডেইলি বাংলাদেশ/এমকে