ফুটবল বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হচ্ছেন মোশারফ
প্রকাশিত: ২০:০৯ ২০ মে ২০২২

স্বেচ্ছাসেবী ও ফ্রিল্যান্স সাংবাদিক মোশারফ হোসাইন- ছবি: ডেইলি বাংলাদেশ
নভেম্বরে কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ সালের ফিফা ফুটবল বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সুযোগ পেতে যাচ্ছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তরুণ মোশারফ।
মোশারফ হোসাইন ঐ উপজেলার গৌরীপুর ইউনিয়নের খাঁপাড়া এলাকার আজিজুল হকের ছেলে। তিনি একজন স্বেচ্ছাসেবী এবং ফ্রিল্যান্স সাংবাদিক।
আগামী ২১ নভেম্বর কাতারে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। ঐ আসরের জন্য স্বেচ্ছাসেবক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ফিফা। এরপর বেশকিছু প্রক্রিয়া সম্পন্ন করে মোশারফকে ফিফা থেকে ই-মেইল করে স্বেচ্ছাস্বেবক হিসেবে কাজ করার আমন্ত্রণ জানানো হয়েছে।
ফিফার ই-মেইলে বলা হয়েছে, এটি অনানুষ্ঠানিক এবং বন্ধুত্বপূর্ণ এক সাক্ষাৎকার। ফিফা তার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছে। আগামী মাসে সাক্ষাৎকার শেষে পর্যায়ক্রমে রুলস অফার, শিফট সিলেকশন, ট্রেনিংয়ের পর তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করে মূল পর্বে অংশ নেয়ার জন্য ফিফা তাকে আমন্ত্রণ জানাচ্ছে।
মোশারফ হোসাইন জানান, ফিফার কাছে বেশকিছু পরীক্ষা দিয়ে কাতার যাওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি। বাংলাদেশ থেকে কতজন যাচ্ছেন তিনি জানেন না। তবে বেশ কয়েকজন কাতার প্রবাসী অংশ নিচ্ছেন বলে জানতে পেরেছেন।
ডেইলি বাংলাদেশ/এআর