পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্ন, মূল আসামি গ্রেফতার
প্রকাশিত: ২৩:৫৭ ১৯ মে ২০২২ আপডেট: ২৩:৫৯ ১৯ মে ২০২২

আসামির দায়ের কোপে কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্য- ফাইল ফটো
চট্টগ্রামের লোহাগাড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্নের ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি কবিরকে গুলিবিদ্ধ অবস্থায় র্যাব গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাতে লোহাগড়ার পাহাড়ি এলাকা থেকে কবিরকে এক সহযোগীসহ গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি জানান, লোহাগড়ার পাহাড়ি এলাকা থেকে কর্তব্যরত পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্নের ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি কবিরকে র্যাবের অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় এক সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, রোববার সকালে উপজেলার পদুয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের লালারখীল এলাকায় থানার এসআই ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম আসামি কবির আহমদকে ধরতে তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পক্ষের লোকজন ধারালো দা নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশ কনস্টেবল মো. জনি খানের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
ডেইলি বাংলাদেশ/এইচএন